Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় শিক্ষা অফিসারের কার্যালয় অত্র চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড়ে এক মনোরম পরিবেশে অবস্থিত। মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ে তদারকির দায়িত্বে নিয়োজিত এই কার্যালয়। অত্র কার্যালয়ের আওতায় রয়েছে চার উপজেলার জন্য চারটি উপজেলা শিক্ষা অফিস। সুযোগ্য জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত আছেন এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মকর্তা ও কর্মচারী।সবারই ঐকান্তিক প্রচেষ্টা চুয়াডাঙ্গা জেলাকে মাধ্যমিক শিক্ষায় উন্নয়নের এক রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা। জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, চুয়াডাঙ্গা অত্র জেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক সেতুবন্ধন হিসেবে কাজ করে।

 

ভিশন ও মিশন

ভিশন:

আমরা এমন এক চুয়াডাঙ্গার স্বপ্ন দেখি, যার অধিবাসীরা হৃদয় দিয়ে এই দেশকে ভালবাসবে, যাদের যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করবে তাদের সর্বোচ্চ উৎকর্ষতা এবং যারা এই জাতি গঠনে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মিশন:

​০১. মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ।

০২. শিক্ষকের দক্ষতা বৃ্দ্ধি সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ড গ্রহণ।

০৩. শিক্ষার্থী ঝরে পড়া হার কমানো।

০৪. সামাজিক কর্মকান্ডে শিক্ষার্থীর সম্পৃক্ততা বৃ্দ্ধিকরণ।

আমাদের অর্জনসমূহ

  • শিক্ষার্থী ঝরে পড়া হার কমানো:
  • নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বৃদ্ধি:
  • উপবৃত্তি প্রদান:
  • শিক্ষায় শৃঙ্খলা:
  • পাসের হার বৃদ্ধি:
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম:
  • শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন:
  • সততা স্টোর:
  • মুক্তিযুদ্ধ কর্ণার:
  • স্টুডেন্ট কেবিনেট নির্বাচন:
  • জঙ্গিবাদ, সন্ত্রাসবিরোধী সভা, কমিটি গঠন
  • শিক্ষাক্ষেত্রে ই-বুক ও ডায়নামিক ওয়েবসাইট
  • শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও মাল্টিমিডিয়া ব্যবহার নিশ্চিতকরণ
  • বাল্য বিবাহ নিরোধে কিশোরী ক্লাব গঠন

সাম্প্রতিক কর্মকান্ড

 

  • ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (উপজেলা পর্যায়) সুষ্ঠুভাবে সমাপ্তকরণ।
  • জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ বাস্তবায়ন।

ভবিষ্যৎ পরিকল্পনা

  • প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করার লক্ষ্যে-
    • ডিজিটাল হাজিরা স্থাপন ও কার্যকরকরণ।
    •  সকল শিক্ষককে ল্যপটপ এবং শিক্ষার্থীকে ট্যাব প্রদান।
    • ব্রডব্যান্ড সংযোগ প্রদান এবং wifi হাব স্থাপন।
    • প্রত্যেক শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন।
    • সকল শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তভূক্তকরণ এবং নিয়মিত কন্টেন্ট আপলোড নিশ্চিতকরণ।
    • মুক্তপাঠে সকল শিক্ষককে নিবন্ধন নিশ্চিতকরণ।
    • ডাইনামিক ওয়েবসাইট নির্মাণ।
  • প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি-
    • পর্যাপ্ত শ্রেনীকক্ষের ব্যবস্থাকরণ।
    • ছেলে মেয়েদের জন্য পৃথক টয়লেট স্থাপন।
    • মেয়েদের জন্য পৃথক কমনরুম স্থাপন।
    • পৃথক লাইব্রেরী স্থাপন।
    • সমৃদ্ধ বিজ্ঞানাগার স্থাপন।
    • নিরাপদ বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিতকরণ।
    • সীমানা প্রাচীর নির্মাণ, মনোগ্রামসহ গেট নির্মাণ।
    • প্রত্যেক উপজেলায় UITRCE স্থাপন।
  • প্রশিক্ষণ সংক্রান্ত-
    • প্রত্যেক শিক্ষকের বিষয়ভিত্তিক, অভিজ্ঞতা ও দক্ষতা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ, ফলোআপ প্রশিক্ষণ,রিফ্রেশার্স প্রশিক্ষণ এর ব্যবস্থাকরণ।
    • হঠাৎ দূর্যোগ (ভূমিকম্প, বন্যা, অগ্নিকান্ড) মোকাবেলায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও নিয়মিত মহড়ার আয়োজন।
    • সকল শিক্ষার্থীর সাঁতার শেখার ব্যবস্থা নিশ্চিতকরণ।
    • সকল শিক্ষা কর্মকর্তার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ,রিফ্রেশার্স প্রশিক্ষণ এর ব্যবস্থাকরণ।
    • কম্পিউটার সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সকল কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান।
  • প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন ক্লাব গঠন এবং এতদসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ-
    • Language club, math club, science club
    • বিতর্ক ক্লাব
    • ধর্মীয় ক্লাব
    • কিশোরী ক্লাব
  • বিভিন্ন কমিটি গঠন ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ-
    • বাল্যবিবাহ নিরোধ কমিটি গঠন।
    • সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন।
  • প্রতিটি প্রতিষ্ঠানে সততা স্টোর পূর্ণদ্যোমে চালুকরণ।
  • বাস্তবায়িত সকল প্রকল্প সংক্রান্ত-
    • নিয়মিত পরিবীক্ষণ
  • উপবৃত্তি কার্যক্রম-
    • নিয়মিত পরীবীক্ষণ
    • প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট নিশ্চিতকরণ
  • একাডেমিক উন্নয়ন সংক্রান্ত-
    • প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন ও পরিদর্শন রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ নিশ্চিতকরণ।
    • পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানকে ই-মনিটরিং এর আওতায় নিয়ে আসা।
    • উপজেলা ভিত্তিক প্রশ্নব্যাংক প্রণয়ন এবং সকল প্রতিষ্ঠানকে প্রশ্নব্যাংকে প্রশ্ন জমাদান নিশ্চিতকরণ।
    • প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিতকরণ।
  • সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমসমুহ জোরদারকরণ-
    • বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন।
    • স্কাউট ও গার্লস গাইডের কার্যক্রম নিশ্চিতকরণ
    • মা ও অভিভাবক দিবস আয়োজন।
  • জেলা ও উপজেলা শিক্ষা অফিস সমূহের গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহ-
    • প্রত্যেক কর্মকর্তার জন্য ল্যাপটপ।
    • ব্রডব্যান্ড ইন্টারসংযোগ।
    • wifi হাব স্থাপন।
    • নিয়মিত সমন্বয় মিটিং এর আয়োজন-
      • উপজেলা অফিস উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে
      • জেলা অফিস সকল উপজেলা অফিসকে নিয়ে।
    • জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা মেলা, উপকরণ মেলার আয়োজন।

প্রাক্তন অফিস প্রধানগণের তালিকা ও কার্যকাল

 

ক্র.নং

নাম

হইতে

পর্যন্ত

০১.

 এ বি এম নকিবুল হাসান

21-11-1994

08-01-1997

০২.

 মো: আব্দুল বারী

09-01-1997

13-05-1998

০৩.

 মো: শাহ জালাল

18-05-1998

15-02-2001

০৪.

 বিকাশ কুমার সাহা

18-02-2001

27-02-2001

০৫.

 নার্গিস সুলতানা

28-02-2001

29-07-2001

০৬.

 মোঃ আমজাদ হোসেন

01/08/2001

06/04/2005

০৭.

ফারুক আহমেদ

07-04-2005

09-11-2010

০৮.

মোঃ মাহফুজুল হোসেন (অঃদাঃ)

10-11-2010

05-02-2011

09

সর্দার মোহম্মদ আবু সালেক

06-02-2011

27-03-2012

10

মোঃ আলাউদ্দীন আল আজাদ (অঃদাঃ)

28-03-2012

22-04-2012

11

বিকাশ কুমার সাহা

23-04-2012

25-05-2017

12

মোঃ আব্দুল মতিন

25-05-2017

অদ্যবধি

 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাংগঠনিক কাঠামো:

 

ক্রঃ নং

পদবী

রাজস্ব খাতের পদ সংখ্যা

মন্তব্য

মঞ্জুরীকৃত পদ     

কর্মরত           

শূন্য

1

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

1

1

0

 

2

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

1

0

1

 

3

হিসাব রক্ষক   

1

0

1

 

4

অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর

1

1

0

 

5

অফিস সহায়ক

1

1

0

 

6

নিরাপত্তা প্রহরী

1

1

0

 

 

ক্রঃ নং

পদবী

উন্নয়ন খাতের পদ সংখ্যা

মন্তব্য

মঞ্জুরীকৃত পদ     

কর্মরত           

শূন্য

1

উপজেলা একাডেমিক সুপারভাইজার

1

1

0

 

 

সেবার তালিকা

  • ক্লাস্টার অনুযায়ী মাসিক ভিত্তিতে বিদ্যালয় পরিদর্শন, রিপোর্ট একত্রীকরণ ও অধিদপ্তরে প্রেরণ।
  • জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সকল প্রকার মাদ্রাসার স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন।
  • শূন্য/সৃষ্ট পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে মহাপরিচালক, মাউশি, ঢাকাএর প্রতিনিধি মনোনয়ন।
  • শূন্যসৃষ্ট পদে নিয়োগকৃত শিক্ষকের এমপিওভুক্তির কাগজপত্র অগ্রায়ন।
  • শিক্ষকদের বিভিন্ন স্কেল প্রাপ্তিতে কাগজপত্র অগ্রায়ন।
  • পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির জবাব প্রধান শিক্ষক কর্তৃক প্রদানের পর মন্তব্যসহ উর্দ্ধতনকর্তৃপক্ষের কাছে প্রেরণ।
  • শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্তকরণ ও রিপোর্ট প্রেরণ।
  •  আয়নব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন।
  • বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তকএর হিসাব উপজেলা থেকে সংগ্রহ পূর্বক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।
  • জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন দিবস ও কর্মসুচি পালনে নির্ধারিত দায়িত্ব পালন।
  • উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন।
  •  উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার গুণগত মান উন্নয়ন কল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
  •  শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানের বিষয় তদারকি।
  • এনটিআরসিএ এর সনদপত্র বিতরণ ও তথ্য প্রেরণ।
  • বিদ্যালয়গুলিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রয়োগ, এসবিএ, ও পিবিএম কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান।
  • স্কাউট ও গার্লস গাইড কার্যক্রমে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন ও পরিবীক্ষন।
  • জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন।
  • শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয় এবং জেলা শিক্ষা অফিসের বিভিন্ন দায়িত্ব পালন।

     

  সেবা পাবার ধাপসমূহ

 

অফিসের নামঃ

বিষয়বস্তু

শিক্ষার গূনগতমান সংরক্ষণ ও উন্নয়নসংক্রান্ত কার্যক্রম

এমপিওভূক্তিকরণ

বই বিতরণ

শিক্ষক/কর্মচারী নিয়োগ কার্যক্রম

একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন

শিক্ষক প্রশিক্ষণ

 

সিটিজেন চার্টার

ক্র::

প্রদেয় সেবার

বিবরণ

সেবা গ্রহণকারীর শর্ত/

করণীয়

কার্য সম্পাদনের সর্বোচ্চ

সময়সীমা

সেবা প্রদানকারীর পদবী ফোন নম্বর

০১.

শিক্ষক/শিক্ষিকাও কর্মচারীদের এমপিওভূক্তি সংক্রান্ত আবেদন অগ্রায়ন

বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রমানপত্রসহ আবেদন দাখিল করা

আবেদন দাখিলের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া সময়সীমার মধ্যে যাচাই-বাছাই পূর্বক  প্রেরণ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

ফোনঃ ০৭৬2356079

০২.

উচ্চতর স্কেল সংক্রান্ত আবেদন অগ্রায়ন

-ঐ-

-ঐ-

-ঐ-

০৩.

উপজেলার শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য/উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সরবরাহ

সুনির্দিষ্ট তথ্য ছক ব্যবহার ও নির্ভুল তথ্য প্রদান

উর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া সময়সীমার মধ্যে

-ঐ-

০৪.

বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ততথ্য সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ  ও মনিটরিং

উর্দ্ধতন কর্তৃপক্ষের আরোপিত শর্ত অনুযায়ী নির্ভুল তথ্য প্রদান, পাঠ্যপুস্তক গ্রহণ, সংরক্ষণ ও প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ

প্রতি বছর ফেব্রুয়ারি মধ্যে পরবর্তী বছরের চাহিদা সংগ্রহ ও /সরবরাহ, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ এবং ০১ জানুয়ারীতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ (প্রাপ্তি সাপেক্ষে)

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

০৫.

জেলা কমিটির বিভিন্ন সভার সিদ্ধান্ত বাস্তবায়ন

সভার কার্যবিবরণীসহ সিদ্ধান্তের অনুলিপি প্রাপ্তি

পরবর্তী সভা অনুষ্ঠানের পূর্বে  সুবিধাজনক সময়ে/ কার্যবিবরণীতে উল্লিখিত সময়সীমার মধ্যে

-ঐ-

০৬.

উর্ধ্বতন কর্তৃপক্ষ হতে প্রাপ্ত নির্দেশনা মাঠ পর্যায়ে অবহিত করণ

নির্দেশনা প্রাপ্তির পর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ

নির্দেশনায় উল্লিখিত নির্ধারিত সময়সীমার মধ্যে

- ঐ -

০৭.

উপবৃত্তি কার্যক্রম মনিটরিং

নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী নির্ধারণ/উপবৃত্তি বিতরণ

১৫ জুলাই এর মধ্যে জানুয়ারী-জুন ও ১৫ জানুয়ারীর মধ্যে জুলাই-ডিসেম্বর মাসের উপবৃত্তি বিতরণ নিশ্চিত করা (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)

- ঐ -

 

সিটিজেন চার্টার

ক্রঃ নং

সেবা সমূহ

সেবা গ্রহণ কারী
 

সেবা দানের সময় সীমা

১|

 

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকি করাসহ শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষক ও শিক্ষার্থী
 

 

অফিসের সময়

 

   ২|

 

 

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের (বিদ্যালয় ও মাদরাসা) শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণকে প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিষয়ে  প্রশিক্ষণদান,সহকারী শিক্ষকগণকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান এবং বি এড প্রশিক্ষণ বিহীন শ্ক্ষিকগণকে শর্টটাইম কোর্স বেসিক প্রশিক্ষণদানের ব্যবস্থা করা হয়।

প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ

অফিসের সময়

৩|

গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটির সদস্যগণকে সময় সময় সচেতনামূলক প্রশিক্ষণ প্রদান করে প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হয়।

Member of SMC/GB

অফিসের সময়

৪|

বেসরকারি নিুমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষক-কর্মচারী নিয়োগ কমিটির সদস্য হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও SMC/GB

নিয়োগের নির্ধারিত সময়

 

৫|

মাধ্যমিক স্তর(৬ষ্ঠ থেকে ৯ম) , মাদরাসা (৬ষ্ঠ থেকে ৯ম) , এবতেদায়ী স্তরের(১ম-৫ম) এবং ৯ম ও ১০ম ভেকশনাল এর আওতায় বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ পূর্বক প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ কার্যক্রম সম্পন্নকরণসহ মনিটরিং এর দায়িত্ব পালন করা হয়।

শিক্ষার্থী ও  অভিভাবক

জানুয়ারী মাসের ১লা তারিখ

৬|

মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবক

অফিসের নির্ধারিত সময়

৭|

এস.এস.সি/দাখিল/এস.এস.সি(ভোকেশনাল) এবং  জে.এস.সি/জেডিসি পরীক্ষার মূল কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী

পরীক্ষার নির্ধারিত সময়

৮|

মাধ্যমিক , নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরনের লক্ষে মাসিক পে-অর্ডার (এমপিও) উত্তোলনের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক  প্রস্তুতকৃত উপস্থিতির প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকরণ।           

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী

অফিসের সময়

৯|

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও অভিভাবক গণের সমন্বয়ে সমাবেশের মাধ্যমে মতবিনিময়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিক্ষার্থী ও অভিভাবক

অফিসের সময়

১০|

প্রধান শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে স্বাক্ষর করে যোগ্য শিক্ষককে পুরস্কার এবং দায়িত্বে অবহেলাকারী শিক্ষককে তিরস্কার করে গুনগত মানের শিক্ষা নিশ্চিত করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষক,
শিক্ষার্থী ও অভিভাবক

অফিসের সময়

১১|

কর্তৃপক্ষের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিুমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদরাসা তদন্ত পূর্বক প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরন এবং স্থানীয় ভাবে সমাধান যোগ্য অভিযোগের নিষ্পত্তি করা হয়। 

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষক ও শিক্ষার্থী

অফিসের সময়

১২|

জে.এস.সি ও জেডিসি পরীক্ষায় মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলন বিলে প্রতিস্বাক্ষর করণ।

শিক্ষার্থী ও অভিভাবক

অফিসের সময়

১৩|

শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠক্রমিক কার্যাবলী,স্কাউট,গালর্স গাইড ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে অর্পিত দায়িত্ব পালন করা হয়।

প্রশাসন,

শিক্ষা প্রতিষ্ঠান,

শিক্ষক

ও শিক্ষার্থী
 

 

অফিসের সময়